হোমনা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ টি এম মঞ্জুরুল ইসলাম শামীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জাতীয় প্রার্থীর মনোনীত প্রার্থীরা হলেন ঘাগুটিয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. মালেক আফসারী, জয়পুরে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আহমেদ বিন শরীফ, নিলখী ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. জহিরুল ইসলাম মোল্লা ও আছাদপুর ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুকুল মাহমুদ, উপজেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাবিলসহ মনোনীত চার ইউনিয়ন পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম রওশন এরশাদের রোগমুক্তি এবং প্রার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ওলামা পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন।