কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ১ কেজি ৬৭০ গ্রাম গাঁজাসহ সাজেদুল মণ্ডল (৫৩) ও তাঁর ছেলে আনোয়ার মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মওলা হাবাসপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, আটক আনোয়ার মণ্ডল ও সাজেদুল মণ্ডল মওলা হাবাসপুর গ্রামের বাসিন্দা। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ আটক দুজন সম্পর্কে বাবা-ছেলে। বৃহস্পতিবার রাতে তাঁদেরকে থানায় হস্তান্তর করে র্যাব। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।