হোম > ছাপা সংস্করণ

১০ হাজার শিক্ষার্থী পেল করোনার টিকা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ১০ হাজারের বেশি শিক্ষার্থীর করোনার প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়েছে।

এ ছাড়া নানা কারণে বাদ পড়া শিক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুজ্জামান জানান, মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া কার্যক্রম প্রাথমিকভাবে গত বৃহস্পতিবার শেষ হয়। তবে শিক্ষা অফিসের দেওয়া তালিকা অনুসারে কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকায় বাদ পড়েছে। তাদের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ১৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক, সাতটি দাখিল মাদ্রাসা ও ছয়টি কলেজে মোট শিক্ষার্থী ১১ হাজার ৩২৭ জন। শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে ১০ হাজার ৪৪০ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হয়। এক মাস পর প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ টিকা পাবে।

জিগাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টিকা নেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত সব শিক্ষার্থীকে আগেই অবগত করা হয়। করোনার টিকা নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে শিক্ষকেরা সঙ্গে থেকে শিক্ষার্থীদের নৌকাযোগে নদী পার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে নিয়ে যান। ৩৯২ শিক্ষার্থীর মধ্যে ২২০ জন টিকা নিয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। নানা জটিলতার কারণে যেসব শিক্ষার্থী বাদ পড়েছে, তাদের টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ