নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার দুপুরে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ।
এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ও পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দিনে শতাধিক লোক নিয়ে মিছিল করেন ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ সব প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।