চট্টগ্রাম নগরের খুলশীতে বিরিয়ানি বিতরণ কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আমবাগান বড় মসজিদ এলাকায় ওই সংঘর্ষ ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আমবাগান এলাকার টিটু চক্রবর্তী (২৩) ও বাবলু (২০) হিরণের সমর্থক হিসেবে পরিচিত। আহত অন্যজন মো. সুজন (২০) ওয়াসিমের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে আহত সুজনকে আটক দেখিয়েছে পুলিশ। তাঁর আঙুল কাটা পড়েছে। নাম পাওয়া আটক অন্যজন হলেন রুবেল।