গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।
বক্তব্য দেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রর নির্বাহী প্রধান এম আবদুস সালাম, প্রকল্পের সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, উপ-প্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) ইদ্রিস আলী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রমুখ।
অপরদিকে, একই দিন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ জরুরি সেবাদান পদ্ধতি শক্তিশালী করণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। কর্মশালায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৬০ জন সদস্য অংশ নেন।