মাধবপুরে সীমান্তবর্তী গ্রামের কয়েকটি বাড়িতে বিজিবির টানানো ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ও ‘চোরাকারবারির বাড়ি’ লেখা পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার চৌমহনী ইউনিয়নের রামনগর গ্রামে এক ‘চোরাকারবারির’ বাড়ির সামনে টানানো পোস্টারটি ছিঁড়ে ফেলা হয় গত রোববার রাতে।
সীমান্ত এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, সীমান্তে বিজিবির টহল থাকলেও মাধবপুরে ব্যাপক হারে মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাই মালামাল প্রবেশ করছে। এগুলো দমনে বিজিবির পোস্টার লাগানোর উদ্যোগটি নানা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, মাদক নির্মূলে এ ব্যতিক্রমী উদ্যোগ নেয় বিজিবি। সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে ডিজিটাল ব্যানারের পোস্টার লাগিয়ে দেয় তাঁরা। গতকাল শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা রাজেন্দ্রপুর এলাকার রামনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারির বাড়ির সামনে লাগানো ‘চোরাকারবারির বাড়ি বাড়ি’ লেখা পোস্টার এবং সীমান্ত নকশার ডিজিটাল পোস্টার দুটি ছিঁড়ে ফেলেছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের মনতলা কোম্পানি কমান্ডার সুবেদার আবু বকর জানান, পোস্টারগুলো যাঁরা ছিঁড়েছে তাঁদের চিহ্নিত করতে চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।