হোম > ছাপা সংস্করণ

আঁখির মেডিকেলে ভর্তি অনিশ্চিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা আঁখি রানী তালুকদার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবা হারা পরিবারের আর্থিক সংকটের কারণে আঁখির মেডিকেলে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।

আঁখির বাবা রমেন্দ্র চন্দ্র তালুকদার উপজেলার বাদাঘাট বাজারে একসময় চা বিক্রি করতেন। অসুস্থতায় তিনি বছরখানেক আগে মারা যান। আঁখির বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন মা মিনা রানী তালুকদার। দুই বোন ও এক ভাইকে নিয়ে তাঁদের সংসার। এমন অবস্থায় মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

আঁখি রানী তালুকদার বলেন, ‘বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আর্থিক অনটনের জন্য মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় আছি।’

আঁখির মা মিনা রানী তালুকদার বলেন, ‘স্বামী মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়। সংসারে অভাব লেগেই থাকে। মেয়েকে মেডিকেলে ভর্তি করার মতো টাকা আমার নেই।’ মেডিকেলে ভর্তি জন্য আঁখি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘দারিদ্র্যকে জয় করে আঁখি এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে এ জন্য আমরা উপজেলাবাসী আনন্দিত। ব্যক্তিগতভাবে আঁখিকে সহযোগিতা করেছি এবং সব সময় সহযোগিতা করার চেষ্টা করব।’ এ সময় তিনি আঁখির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ