রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত ২১ তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলের সভানেত্রী শেখ হাসিনা রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। ফলে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।