হোম > ছাপা সংস্করণ

নৌকার সভা থেকে ‘স্বৈরাচার’ পতনের ডাক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারসভা। প্রার্থীর পক্ষে বক্তব্য দিতে উঠলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তাঁর ঘোষণা, ‘আজ আমাদের এক দফা এক দাবি, স্বৈরাচার সরকার তুই কবে যাবি। স্বৈরাচার চেয়ারম্যান তুই কবে যাবি। এটা আমাদের স্লোগান থাকবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা হাটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নে ভোট হবে আগামী ৫ জানুয়ারি। সেখানে নৌকার প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী। তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে বক্তব্য দেওয়া ব্যক্তির নাম রফিক মোল্লা। বর্তমানে তিনি চরবাগডাঙ্গা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

রফিক মোল্লার বক্তব্যের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যমে। এতে হ্যান্ড মাইক নিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমাদের এক দফা এক দাবি, স্বৈরাচার সরকার তুই কবে যাবি। স্বৈরাচার চেয়ারম্যান তুই কবে যাবি। এটা আমাদের স্লোগান থাকবে।’

এ পর্যায়ে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে রফিক মোল্লা প্রশ্ন রাখেন, ‘কয় দফা?’ উপস্থিত জনতা উচ্চ স্বরে উত্তর দেয় ‘এক দফা’। এবার রফিক মোল্লা বলতে থাকেন, ‘আগামী ৫ জানুয়ারি আমরা প্রমাণ করে দিব, আপামর জনতা কৃষক শ্রমিক জনতা, দোকানদার থেকে পানওয়ালা, যুবক-যুবতী, বৃদ্ধা মা-বৃদ্ধ পিতা সবারই একটি কথা, হটাও সন্ত্রাস, বাঁচাও দেশ। এ দেশে সন্ত্রাস আর কেউ দেখতে চাই না বলে দিকদিগন্তে জনরব উঠেছে।’

এ বিষয়ে জানতে চাইলে চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘সে (রফিক মোল্লা) আগে জামায়াতের ভোট করেছে। তবে জামায়াতের সংগঠনে তার কোনো পদ নাই। দীর্ঘদিন থেকে সে আওয়ামী লীগ করে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ