মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে কুমিল্লা পুলিশ লাইনের ভূমিকা নিয়ে নাটক অমানিশা মঞ্চায়ন হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ লাইনে নাটকের মঞ্চায়ন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।নাটক অমানিশার ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকি, প্রধান সমন্বয়ক ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।