বাহুবল উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫৩ জন। ইতিমধ্যে তাঁদের নামের তালিকা জেলায় পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ৬ষ্ঠ ধাপে এ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ১ নম্বর স্নানঘাট ইউপিতে ৭ চেয়ারম্যান প্রার্থী, ২ নম্বর পুটিজুরী ইউপিতে ৯ চেয়ারম্যান প্রার্থী, ৩ নম্বর সাতকাপন ইউপিতে ৮ চেয়ারম্যান প্রার্থী, ৪ নম্বর বাহুবল সদর ইউপিতে ৭ প্রার্থী, ৫ নম্বর লামাতাসি ইউপিতে ৫ জন প্রার্থী, ৬ নম্বর মিরপুর ইউপিতে ৮ জন প্রার্থী, ৭ নম্বর ভাদেম্বর ইউপিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সকলে দলীয় পদে মনোনয়ন পেতে চান।