হোম > ছাপা সংস্করণ

সত্য বলা বারণ

নাফিসা চৌধুরী

মনে করুন আপনাকে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে বলা হলো দেশের পরিস্থিতি নিয়ে। আপনি কিন্তু সত্য বলতে চাইবেন। কিন্তু আপনি বলছেন, দেশের উন্নয়নের অঙ্গীকার যাঁরা করেছেন, তাঁরা অনেক দক্ষতার সঙ্গে আর দুর্নীতিমুক্তভাবে সব কাজ করে যাচ্ছেন। আর কিছু প্রশংসার স্তুতি গেয়ে নেমে গেলেন মঞ্চ থেকে।

আপনার হয়তো বলতে ইচ্ছে করে, সবকিছু আরও সুষ্ঠু ও সুন্দর হতে পারত। কিন্তু ঠিকভাবে হচ্ছে না। অনিয়ম আর দুর্নীতি নিয়ে বসবাস করতে করতে ক্লান্ত লাগছে আমার, আমাদের।

আপনি পারবেন না, কারণ সবখানে নাকি সত্য বলতে নেই। সত্য সবার হজম হয় না কিনা!
এবার পরিবারে ফিরে আসা যাক। ছোট্ট পরিসর, সেখানেও আপনি কোনো একজনকে বলতে পারবেন না যে ‘আমার সম্পত্তি যে আমাকে দিচ্ছ না, এটা তো ঠিক না। আমার অধিকারের অংশটুকু তো আমার প্রাপ্য।’ আপনি হয়তো তার সঙ্গে হেসে কুশলবিনিময় করে ফিরে আসবেন বাড়িতে। কারণ, তাকে বললে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। নষ্ট হতে পারে আত্মীয়তার সম্পর্ক।

সত্য বলতে সাহস লাগে আর সেই সাহস অনেকেরই থাকে। তবু নিজেকে আটকাতে বাধ্য হতে হয়। আপনার সত্যের মাশুল যদি আপনার আপন কারও জীবনের বিনিময় হয়ে যায়, সেই ভয়ে।

এবার কাজের পরিসরে চলুন। সেখানে আপনি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা অন্যায় করছেন, ফাঁসিয়ে দিচ্ছেন আপনাকে, আপনার কাজে খামোখা ভুল ধরছেন, আপনাকে অপমান করছেন। আপনার মন চাইছে তাঁকে বলতে, ‘কাজটা আমি করেছি আর সেখানে কোনো ভুল নেই। তবে আমাকে কেন অপমানিত হতে হচ্ছে? আপনার মতো কোটি টাকা আত্মসাৎ করিনি, তবে আমাকে কেন এসবের মধ্যে অন্যায়ভাবে জড়াচ্ছেন? আমি সৎভাবে জীবনযাপন করছি আর চেষ্টাও করে যাচ্ছি।’

কিন্তু আপনি সামনাসামনি হয়তো বলছেন, ‘আমি এর পর থেকে খেয়াল রাখব যেন কোনো ভুল না হয়।’ নির্বিঘ্নে দোষ স্বীকার করে চলে এলেন নিজ ডেস্কে। যেখানে আপনার কোনো ভুলই নেই, সেখানে দায় স্বীকার করে ফেরা লাগছে।

নিজের সঙ্গে নিজের একটা ভীষণ যুদ্ধ চলতে থাকে তাদের, যারা চায় সত্য বলতে কিন্তু পারে না। অন্যায়ের প্রতিবাদ করে নিজে দোষের ভাগীদার হওয়ার ভয়ে আমরা অনেকেই আজকাল ফেসবুকের আশ্রয় নিই নিজের মনের কথা বলার জন্য। সেখানেও অনেকেই থাকে, যারা কৌতুক বা হাস্যরস বোঝে না অথবা মনে করে বসে তাদেরই কথা শোনানো হচ্ছে।

এমন সব পরিস্থিতি আমাদের প্রায় প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া কোনো না কোনো মুহূর্তের সঙ্গে মিলে যাবে। তবে এই গ্যাঁড়াকল থেকে পরিত্রাণের উপায়গুলো কী হতে পারে? প্রশ্ন থেকে যায়। 

লেখক: সংস্কৃতিকর্মী

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ