হোম > ছাপা সংস্করণ

এসবিএসি ব্যাংকের সিএফওকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নাম ভাঙিয়ে নিজ ব্যাংকের শাখা অফিস থেকে তথ্য চাওয়ায় বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) চিফ ফিন্যান্সিয়াল অফিসার বা সিএফও মো. মাসুদুর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী রোববার তিন কার্যদিবসের মধ্যে জানাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানকে বলা হয়েছে।

পাশাপাশি প্রধান মানি লন্ডারিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে মাসুদুর রহমানের অনিয়মের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে চিহ্নিত করে গৃহীত প্রশাসনিক ব্যবস্থাসহ প্রয়োজনীয় তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউকে জানাতে বলা হয়েছে। গতকাল বিএফআইইউর ইস্যু করা চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, এসবিএসি সিএফও মাসুদুর রহমান ব্যাংকটির অভ্যন্তরীণ চিঠিতে বিএফআইইউর নাম ব্যবহার করে ব্যাংকটির এফভিপি এবং খুলনা শাখার প্রধান বিধান কুমার সাহার কাছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের ৬০০ কোটি টাকার প্রকল্পের হিসাব তলব করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণী ও আনুষঙ্গিক দলিলাদির তথ্য চেয়েছিলেন মাসুদুর রহমান। যদিও বিএফআইইউ এ বিষয়ে চিঠি বা ই-মেইলে কোনো তথ্য চায়নি। তবে গণমাধ্যমের খবরে বিএফআইইউর নাম ব্যবহারের বিষয়টি জানতে পেরেছে।

এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক বিধান কুমার সাহা আজকের পত্রিকার কাছে মাসুদুর রহমান স্বাক্ষরিত চিঠির বিষয়টি স্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। আমি শাখায় নেই বলে না দেখে বিস্তারিত বলা যাবে না।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ