গাজীপুরের শ্রীপুরে দুই ইউনিয়নে ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা আনন্দ মিছিল করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ রবিন মন্ডলের নেতৃত্বে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় মিছিল করেন।
এ দিকে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত সভাপতি মাহফুজ সরকার ও সাধারণ সম্পাদক সেলিমের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুটি ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা।