কুষ্টিয়ায় রিকশাচালক সেজে এক শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মানিব্যাগ ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার আল মামুন অশ্রু (২৬) এই ছিনতাইয়ের শিকার হয়েছেন।
খন্দকার আল মামুন অশ্রু কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকার বাসিন্দা।
মামুন জানান, গতকাল সকালে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। সকাল ৯টার দিকে তিনি শহরের কালিশংকরপুরের থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। কেন্দ্রীয় ঈদগাহের কাছে এসে রিকশা চালক জ্যামের কথা বলে রিকশা অন্যদিকে নেন। কোর্টপাড়া কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কের পেছনে এসে রিকশাওয়ালা আকস্মিক ভাবে মামুনের পেটে চাকু ধরে তাঁর কাছে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মামুনকে রিকশা থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেননি। তারপরও আমরা খোঁজ নিয়ে দেখব। সঠিক তথ্য পেলে অভিযুক্ত রিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা করা হবে।