তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং’ বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে তালা সদর ইউনিয়নের খানপুর দাসপাড়ায় গত মঙ্গলবার বিকেলে এটি অনুষ্ঠিত হয়।
ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক তৈয়ব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।