মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৩০ জন, ইউপি সদস্য ৪১১ ও সংরক্ষিত নারী সদস্য ৯৩ জনসহ ৫৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে বৈরাগ ও বারখাইন ইউপিতে চেয়ারম্যান হিসেবে শুধু আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে বৈরাগে চেয়ারম্যান হতে যাচ্ছেন নোয়াব আলী ও বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী শাকিল।
এদিকে চাতরি ইউপিতে আ.লীগের প্রার্থী আফতাব উদ্দিনের সঙ্গে তাঁর বাবা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।