খুলনায় দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প শেষে গতকাল ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তাদের সামনে অস্ট্রেলিয়ান চ্যালেঞ্জ। অজিদের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে গতকাল নারী ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, অস্ট্রেলিয়ান চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি।
যেহেতু প্রতিটি ম্যাচ মিরপুরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ছয় স্পিনার রাখা হয়েছে। দলে আছেন তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অফ স্পিনার আছেন দুজন—সুলতানা খাতুন ও নিশিতা আক্তার। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
নারী জাতীয় দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘দুই বছর ধরে আমাদের দলে তিনজন লিগ স্পিনার আছে। এই দলে মোট স্পিনার ছয়জন। বোলিং বিভাগ ভালো। ব্যাটিং বিভাগ আরও ভালো। সঙ্গে একজন দুর্দান্ত অধিনায়ক আছে। ভারসাম্যপূর্ণ একটি দল আর সব খেলা ঢাকায়। আশা করি ভালো একটা সিরিজ হবে।’
খুলনায় দুই সপ্তাহের অনুশীলনে ২৪ নারী ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে দুটি ওয়ানডে ও দুটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেছে। শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডেতে ২৫০ ছুঁই ছুঁই রান হয়েছে। টি-টোয়েন্টিতে ১৫০ পেরোনো স্কোর হয়েছে। প্রস্তুতি নিয়ে খুশি জ্যোতি। পরশু খুলনা থেকে ফোনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক বললেন, ‘প্রস্তুতি নিয়ে খুশি। যতটুকু সুযোগ আছে, ততটুকুই তো নিতে হবে। ভালো হয়েছে। সবাই ভালো প্রস্তুতি নিয়েছে।’
জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দারুণ ধারাবাহিক গত দুই বছরে। ঘরের মাঠে ভারত-পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা যেমন আছে; গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন জ্যোতিরা। এবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। জ্যোতি অবশ্য এখনই খুব দূরে তাকাতে চান না। তিনি বললেন, ‘এখনো দূরের বিষয় (জেতা)। ওদের সঙ্গে তো একেবারে খেলার অভিজ্ঞতা নেই। তবে চেষ্টা থাকবে আমাদের জায়গা থেকে যেন ভালো করতে পারি।’
২১ মার্চ শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ হোটেলে উঠছেন জ্যোতিরা। কাল থেকে মিরপুরে শুরু অনুশীলন।
বাংলাদেশ নারী ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।