‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার কৃষি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।’
গত শনিবার রাতে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘উপকূলীয় কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক’ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) ও সাতক্ষীরা জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুন্তাসিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক বণিক বার্তার উপনগর সম্পাদক ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে কৃষি জমিতে বালুর স্তূপ বাড়ছে। জলবায়ুর এমন বিরূপ প্রভাবে উপকূলের কৃষিতে প্রায় ৩৩ হাজার কোটি টাকার শস্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে এবং লবণ সহিষ্ণু ধান উদ্ভাবনের কারণে উপকূলের লবণাক্ত এলাকায় তুলনামূলক শস্য উৎপাদন বেড়েছে।