হালুয়াঘাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী আচকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। শীতের শুরুতে এমন আয়োজন এবং রকমারি পিঠার স্বাদ ও গন্ধ মাতিয়ে রেখেছে অনুষ্ঠানের অতিথিদের। উৎসবে সভাপতিত্ব করেন সমাজকর্মী তুলি চিসিম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাঙালির উৎসবগুলোর মধ্যে পিঠা উৎসব অন্যতম। পিঠা উৎসবের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করেন।
প্রধান অতিথি ছিলেন এনজিও কর্মকর্তা মিস্টার পবন রিছিল। বিশেষ অতিথি ছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতিক উল্লাহ, কবি প্রাঙ্গণ বাংলাদেশের সভাপতি জালাল উদ্দিন আহমেদ, নির্মাণ একাডেমির পরিচালক মাহমুদুল হাসান মুন্না ও শরীফ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক ফয়জুল ইসলাম।
এই উৎসবে প্রায় ২০ ধরনের পিঠার আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, অতিথি ও শিক্ষকদের পদচারণায় সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।