ময়মনসিংহ জেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় গফরগাঁওয়ের তিন শিক্ষার্থীকে প্রশংসাপত্র ও বই উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম।
গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে এগুলো তুলে দেওয়া হয়। ওই তিন শিক্ষার্থী হলো ইবদিতা আফরোজ, ফাতেমা আফরোজ ও মালিসা মাহজাবিন।
গত ২৬ অক্টোবর জেলার ৩৭টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহ ল্যাবরেটরি হাই স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাঁদের মধ্যে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে নিয়ে গঠিত দল প্রথম স্থান অর্জন করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে তাঁরা গফরগাঁও উপজেলায় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রহিমা খাতুন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এমদাদুল হক প্রমুখ।