কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নৃপেন্দ্র নাথ বর্মণকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শনিবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. তোতিউর রহমান।
সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং নাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ, থানার ওসি কে এম নজরুল, ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহেদুল ইসলাম।