বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১১৬টি নমুনা পরীক্ষার ফলাফলে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৪ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই।
গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।
গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন কোনো মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৩ জনেই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা ৬৮৫ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন দুজন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন। তাঁদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১০, মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।