সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধাকে দুই মিনিটে দুটি সিনোফার্মের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে খুদেজা খাতুনকে (৭৪) দুটি টিকা দেওয়ার ঘটনা ঘটে। ওই বৃদ্ধা উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামের খেলু মিয়ার স্ত্রী।
খুদেজা খাতুন বলেন, ‘সোমবার সকালে স্বামীর সঙ্গে টিকা কেন্দ্রে গিয়েছিলাম। এক ডোজ টিকা নেওয়ার পর শরীর দুর্বল লাগছিল। তাই পাশে চেয়ারে গিয়ে বসেছিলাম। এর মধ্যেই হঠাৎ করে আরেকজন এসে আরেকটি টিকা পুশ করে।’ টিকা প্রদানকারী নার্স মরিয়ম বেগম বলেন, ‘টিকাদান কেন্দ্রে ভিড়ের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। এ জন্য দুঃখিত।’
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহম্মেদ শাফি বলেন, ‘এক ব্যক্তিকে একই দিনে দুইবার টিকা দেওয়ার নিয়ম নেই।