শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা চার দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি। তবে এ সময় বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পাশাপাশি বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সচল থাকবে।
গত সোমবার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে ১৫ অক্টোবর ছাড়া অন্যান্য সবদিন কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ১৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ‘পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।’