দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সিলেটে দুর্নীতিবিরোধী গণশুনানি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। ওই দিন সকাল ৯টায় নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে ভোগান্তির শিকার হলে গণশুনানিতে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগীরা।
অভিযোগের জন্য ভুক্তভোগী বা আগ্রহী ব্যক্তিকে ২৫ নভেম্বরের মধ্যে দুদক, সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর-ই-আলম (ফোন ০১৭১০৪৩৭৫০৫) অথবা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদের (ফোন ০১৭১৮০৩৪৩৭০) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।