হোম > ছাপা সংস্করণ

আলুখেতে পানি, লাখ টাকা ক্ষতির শঙ্কা

পীরগাছা প্রতিনিধি

পীরগাছায় শত্রুতা করে আলুখেতে পানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেড় একর জমির ফলন নষ্ট হয়ে লাখ টাকা ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার তালুক ইসাদ এলাকায় গত শনিবার এ পানি দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বর্গাচাষি মাসুদ রানা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগরীর মাহিগঞ্জ থানার তালুক বকসি গ্রামের মো. চাঁন মিয়া ও তাঁর ছেলে মাসুদ রানা তালুক ইসাদ এলাকায় ১০ একর জমি চুক্তিভিত্তিক বর্গা নিয়ে আলুখেত করেন। সম্প্রতি পাশের জমির মালিক ওই গ্রামের আসাদুল ইসলাম আরিফের সঙ্গে তাঁদের শত্রুতা সৃষ্টি হয়।

গত শনিবার সকালে আরিফ বোরো ধানের চারা রোপণের জন্য নিজের জমিতে পানি নেওয়ার অজুহাতে চাঁন মিয়াদের উঠতি আলুখেতে পানি ঢুকিয়ে দেন। এতে প্রায় দেড় একর খেত কাদা-পানিতে একাকার হয়ে যায়।

বর্গাচাষি বাবা-ছেলে জানান, এখন পানি সেচ দিয়ে সরিয়ে দেওয়া হলেও কোনো কাজে লাগবে না। সব আলুগাছ মরে যাবে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হবে। এমন ক্ষতি মেনে নেওয়ার মতো না। তাঁরা ক্ষতিপূরণ ও আরিফের শাস্তি দাবি করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আরিফ বলেন, ‘আমার অজানাতে এটা হয়েছে। জানলে হতো না।’

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘এই মুহূর্তে অতিরিক্ত পানিতে আলুর ক্ষতি হবে। আর ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ