হোম > ছাপা সংস্করণ

দেশের হলেও চলছে তিন নায়িকার ‘ক্রু’

বলিউডে শুধু নয়, বাংলাদেশ এমনকি হলিউডেও নারীকেন্দ্রিক সিনেমার বাজার বরাবরই খারাপ। নারী চরিত্রকে প্রধান করে তৈরি সিনেমা দেখতে দর্শক অতটা উৎসাহী থাকেন না। ফলে নির্মাতারাও কম আগ্রহী হন এ ধরনের গল্প নিয়ে ঝুঁকি নিতে। তবে এ প্রবণতাকে ভুল প্রমাণ করে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ক্রু’। রাজেশ কৃষ্ণান পরিচালিত এ সিনেমার কেন্দ্রে রয়েছে তিন বিমানবালা। অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন।

গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি। ৬০ কোটি রুপিতে তৈরি ক্রু প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যবসা করেছে ২০ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে কিছুটা বেড়ে হয়েছে ২১ দশমিক ৬ কোটি। তৃতীয় দিনে বিশ্বজুড়ে আয় করেছে ২১ দশমিক ৪০ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনেই লগ্নি তুলতে সক্ষম হয়েছে তিন নায়িকার এ কমেডি সিনেমা। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি রেকর্ড।

ক্রুর গল্পে দেখা যাবে, একদিন এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পান তিন বিমানবালা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটেন এ তিন চরিত্রের অভিনেত্রী কারিনা কাপুর, টাবু ও কৃতি। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। আদ্যোপান্ত কমেডির মোড়কে বর্তমান সময়ের এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ক্রুতে তিন অভিনেত্রীর সঙ্গী হয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও অভিনেতা কপিল শর্মা।

বাংলাদেশেও চলছে ‘ক্রু’
গত ২৯ মার্চ ভারতে মুক্তির তিন দিনের মাথায় বাংলাদেশের হলেও দেখা যাচ্ছে ক্রু। ১ এপ্রিল থেকে স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় প্রতিদিন এ সিনেমার ২৮টি শো চলছে। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিয়েছি। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ। আশা করি তাঁরা সিনেমাটি উপভোগ করবেন। এরই মধ্যে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের সময় ক্রুর শো বন্ধ থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ