হোম > ছাপা সংস্করণ

ভাঙনঝুঁকিতে সেতু-সড়ক

আরিফুল হক তারেক, মুলাদী

উদ্বোধনের আগেই ভাঙনের মুখে পড়েছে আড়িয়াল খাঁ নদীর ওপরের সেতুর সংযোগ সড়ক। সেতুটি যান ও জন চলাচলের জন্য খুলে দেওয়ার আগেই অসমাপ্ত সংযোগ সড়ক ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনরোধ করা না হলে সেতুটি অকেজো হয়ে পড়তে পারে। এতে সরকারের খরচ হওয়া ৭০ কোটি টাকা গচ্চা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে মুলাদী উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ দ্রুত ও উন্নত করতে ২০১৪ সালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকা দিয়ে আড়িয়াল খাঁ নদীর ওপর একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন কাজ চলার পরে অবশেষে সেতুটি কাজ সমাপ্ত করেছেন ঠিকাদার। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি।

নাজিরপুর ইউনিয়নের সাবেক সদস্য হান্নান মাতুব্বর জানান, উপজেলায় আড়িয়াল খাঁ সেতুটি নির্মাণের ফলে মুলাদী, হিজলা, কাজিরহাট থানাসহ বেশ কয়েক এলাকার মানুষ সহজেই রাজধানী ঢাকায় যাওয়া আসা করতে পারবে। সেতুটি খুলে দেওয়া হলে সড়ক পথে ঢাকাতে যাতায়াতের সময় কমবে প্রায় ২ ঘণ্টা। কিন্তু আড়িয়ালখাঁ নদীর ভাঙনে সেতুটি হুমকি মুখে পড়েছে। নদীর অব্যাহত ভাঙনে এই সেতুর নিচ ও এর আশপাশের এলাকা নদী গর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে বর্ষার শুরুতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙন বাড়ে। আবার বর্ষা শেষ হওয়ার পর নদীতে পানি কমতে শুরু করতেই ভাঙন তীব্র হয়। এভাবে নদী ভাঙতে থাকলে অচিরেই সেতুর সংযোগ সড়ক ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাবে এবং সেতুটি অকার্যকর হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রামারপোল গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘সেতু করার আগে কিংবা পরে নদী শাসন করা হয়নি। এ ছাড়া সেতু এলাকা থেকে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। এতে মুলাদী উপজেলা বিশেষ করে নাজিরপুর ইউনিয়নবাসীর স্বপ্নের সেতুর সংযোগ সড়ক ভেঙে উদ্বোধনের আগেই সাধারণ মানুষের স্বপ্ন ভঙ্গের শঙ্কা তৈরি হয়েছে।’

উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ‘সংযোগ সড়কের কাজ কিছুটা বাকি থাকায় সেতুটি এখনো যান ও জন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। নদী ভাঙনের হুমকির মুখে থাকা সেতুর সংযোগ সড়ক রক্ষার জন্য নদী শাসন এবং জিও ব্যাগ ফেলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ