আকস্মিক পাকিস্তান সফর বাতিলে বিশ্ব ক্রিকেটে বেশ সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইটের দাবি, সব দিক বিবেচনা করে সফর বাতিল ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁদের।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা আছেন দুবাইয়ে। ইসলামাবাদ থেকে একটি বিশেষ বিমানে দুবাই এসে পৌঁছেছেন তাঁরা। আইপিএল খেলতে একটা অংশ দুবাইয়ে থেকে যাবেন। বাকিরা দেশে ফিরে যাবেন। পেশাদারি ও আতিথেয়তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানকে ধন্যবাদ দিয়েছেন হোয়াইট। তবে সফর নিয়ে তিনি বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, আমাদের দলের ওপর পরিকল্পিত হামলার সম্ভাবনা আছে। আমরা নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। এরপর আমরা যা জেনেছি, সেটার পর পাকিস্তানে থাকার আর কোনো উপায় ছিল না।’
শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর আগে হঠাৎ সফর বাতিলের কথা জানায় নিউজিল্যান্ড। হোয়াইট বলেছেন, ‘শুরু থেকে পাকিস্তান সফরের নিয়ে ইতিবাচক ছিলাম আমরা। তবে নিরাপত্তা নিয়ে ব্যাপক মূল্যায়নের পর শুক্রবার পুরো পরিস্থিতি বদলে যায়।’
নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিল নিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ওয়াসিম আকরাম লিখেছেন, ‘ক্রিকেট আমাদের কাছে খেলার চেয়েও বড় কিছু। আমাদের সঙ্গে যা হলো, শক্তির সর্বোচ্চটা দিয়ে ক্রিকেট রক্ষার চেষ্টা করব আমরা।’