ঘামের দূর্গন্ধ দূর করতে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। যাঁরা বেশি ঘামেন, তাঁরা এক কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং পাউডার মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে ভরে ঘামপ্রবণ স্থানে স্প্রে করুন।
জুতা পরলে যাঁদের পায়ে দূর্গন্ধ সৃষ্টি হয়, তাঁরা জুতার ভেতর সামাণ্য পরিমাণে বেকিং পাউডার ছিটিয়ে রাখুন। দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে।
টাইলসের দাগ তুলতে দুই তিন কাপ পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। টাইলসের ওপর এই পেস্ট লাগিয়ে স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ঘষুন। গরম পানি ও লেবু মিশ্রিত পানিতে কাপড় ভিজিয়ে টাইলস মুছে নিন।