হোম > ছাপা সংস্করণ

দরপত্র ছাড়া ভাঙা হলো ভবন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে খামার জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে দরপত্র ছাড়া পুরোনো ভবনের দুটি কক্ষ ভাঙার অভিযোগ উঠেছে। এতে ঘটনার তদন্ত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার নিদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন।

জানা যায়, গত বছর বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ করা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী পুরোনো ভবনটি বিক্রির জন্য সরকারিভাবে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রের নির্ধারিত মূল্য অনুযায়ী গ্রাহক না পাওয়ায় নিলাম স্থগিত করা হয়।

পরবর্তীতে চলতি মাসের ৬ জানুয়ারি নিলামের দিন ধার্য ছিল। কিন্তু দরপত্র ছাড়া নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ের পুরোনো ভবনের দুটি কক্ষ ভেঙে ফেলা হয়।

নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুস সোবাহান কৌশলে নিলাম হওয়ার কথা প্রচার করে গত ৩ ও ৪ জানুয়ারি পুরোনো ভবনের দুটি কক্ষ ভেঙে ফেলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান ফারজানা আজকের পত্রিকাকে জানান, ‘ভবনটির নিলাম হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে বিদ্যালয়ের সভাপতি আব্দুস সোবহান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্বাস আলীর কাছে টাকা জমা দিয়েছে বলে জানি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ