নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে একজনের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে তিনিসহ কোম্পানির উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলাম ও নাটোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামসুল আলম মোহরকয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মো. বাবুল হোসেনের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমকে (৪০) এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ২১ হাজার কেজি ভেজাল গুড়, এক হাজার কেজি লালি গুড়, দেড় হাজার কেজি চিনি, ২০ কেজি ডালডা ও ৩০ কেজি ফিটকিরি জব্দ করা হয়। জব্দ করা চিনি আদালতের আদেশে নিলামে ৮৪ হাজার টাকায় বিক্রি এবং অবশিষ্ট আলামত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।