কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২২ জেলে ও ৪টি ফিশিং ট্রলার ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গত শনিবার রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে জেলেদের ব্যবহৃত ১০টি মোবাইল ও গ্যাস সিলিন্ডার নিয়ে নিয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে জেলেরা সেন্ট মার্টিন জেটিঘাটে এসে পৌঁছান। এসব ট্রলারের মালিকেরা কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লা ফেরত এসেছেন। জেলেদের ভবিষ্যতে মিয়ানমারের জলসীমায় না ঢোকার জন্য সতর্ক করে ফেরত পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, জেলেরা তাঁদের নিজ ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। এখানে কোস্টগার্ডের ভূমিকা তেমন নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের পূর্ব উপকূল থেকে ২২ জেলে ও ৪টি ফিশিং ট্রলার আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।