নারীশিক্ষাসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের আগের নীতিগত অবস্থান থেকে সরে এসে সংকটে থাকা লাখ লাখ আফগান নাগরিকের জন্য বিশ্বের ‘করুণা ও সমবেদনা’ চায় আফগানিস্তানের নতুন শাসকেরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বিরল এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তালেবানের এক শীর্ষ নেতা।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও এপিকে বলেছেন, তালেবান সরকার সব দেশের সঙ্গেই সুসম্পর্ক চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। তিনি ওয়াশিংটন এবং অন্য দেশগুলোকে ১ হাজার কোটি ডলারের বেশি তহবিল ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন, যা গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর আটকে দেওয়া হয়েছিল।
গত রোববার কাবুলে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে সাক্ষাৎকার দেওয়ার সময় মুত্তাকি এসব কথা বলেন।