হোম > ছাপা সংস্করণ

আজ হানাদার মুক্ত হয় বগুড়া

বগুড়া প্রতিনিধি

আজ ১৩ ডিসেম্বর। বগুড়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের ফুলবাড়ী এলাকায় পাকিস্তানি বাহিনীর ঘাঁটি আক্রমণের মধ্য দিয়ে বগুড়াকে হানাদার মুক্ত করা হয়। এর আগে টানা তিন দিন মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।

বগুড়া বাংলাদেশের একমাত্র জেলা, যেটি দখল নিতে পাকিস্তানি বাহিনীর সময় লেগেছিল ২৩ দিন। এরপর নির্ভীক মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাকিস্তান বাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন।

১৯৭১ সালের ২৬ মার্চ সকালে রংপুর থেকে পাকিস্তান বাহিনী সড়কপথে এসে বগুড়া দখল নিতে আক্রমণ চালায়। টানা পাঁচ দিন যুদ্ধের পর মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। পাকিস্তান বাহিনীকে বগুড়া থেকে হটিয়ে দিতে প্রায় ৪০ মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে ১৭ এপ্রিল আবারও বগুড়ার দখল নেয় পাকিস্তানি বাহিনী। শাজাহানপুরের বাবুর পুকুর এলাকায় ১৪ জনকে গুলি করে হত্যা করে।

১৯৭১ সাল, ১০ ডিসেম্বর। ভোর থেকেই মুক্তিযোদ্ধারা বগুড়াকে শত্রুমুক্ত করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। মুক্তিযোদ্ধারা শহর থেকে তিন কিলোমিটার দূরে নওদাপাড়া, চাঁদপুর ও ঠেঙ্গামারা এলাকায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেন।

১৩ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী শহরের ফুলবাড়ী এলাকায় পৌঁছার পর পাক বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়। তবে সাঁড়াশি আক্রমণের মুখে পাকিস্তান বাহিনী পিছু হটতে বাধ্য হয়। পরে এদিন দুপুরে ফুলবাড়ী এলাকার পাশে শহরের বৃন্দাবন পাড়া এলাকায় পাকিস্তান বাহিনীর প্রায় ৭০০ সৈন্য অস্ত্রসহ মিত্রবাহিনীর ৬৪ মাউনটেন্ট রেজিমেন্টের ব্রিগেডিয়ার প্রেম সিংহের কাছে আত্মসমর্পণ করে।

বগুড়ায় উত্তোলিত হয় স্বাধীন বাংলার রক্তলাল পতাকা। তাদের বন্দী করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে মিত্রবাহিনীর হেফাজতে রাখা হয়। এই দিনেই হানাদার মুক্ত হয় বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ