হোম > ছাপা সংস্করণ

প্রার্থীদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি

২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর পবা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকায় মোট ৬৮ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের আগে ও পরে এসব এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

গতকাল সোমবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে ভোটের প্রচার চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

আরএমপির কমিশনার জানান, ভোটের দিন ১৭টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই টিম, ৬টি চেকপোস্ট, নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী ৭টি মোবাইল পার্টি, ৪টি প্রোটেকশন পার্টি এবং ডিবি পুলিশসহ সিটিএসবির প্রায় ১ হাজার ১৫০ জন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য রায়টগিয়ারসহ স্পেশাল রিজার্ভ, ওয়াটার ক্যানন, স্পিডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে।

সভায় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ