নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বিকেল ৫টায় উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে ইউএনও অনিমেষ সোমের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. দেলওয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, ওসি মো. ফেরদৌস ওয়াহিদ, তাওহীদুল ইসলাম প্রমুখ।