হোম > ছাপা সংস্করণ

সমবয়সীর সঙ্গে খেলতে গিয়ে শিশু নিখোঁজ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার মরজাল মধ্যপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে সায়াদ (৪) গত ৩ দিন ধরে নিখোঁজ। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে পাশের বাড়ির এক সমবয়সীর সঙ্গে খেলতে বের হওয়ার পর পাওয়া যাচ্ছে না সায়াদকে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সায়াদের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি, শত্রুতার জেরে শিশুটি গুম হয়ে থাকতে পারে। অন্যদিকে পুলিশ বলছে শিশুটিকে খুঁজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সায়াদের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলতে যায় সায়াদ। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, ওই প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তাঁদের সম্প্রতি একটি বিষয়ে বিরোধ হয়। সেই বিরোধের জেরে সায়াদকে গুম করা হয়েছে।

শিশুর দাদি রোকেয়া বেগম বলেন, ‘নাতিকে দ্রুত ফেরত চাই।’

মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। গত বৃহস্পতিবার এলাকায় শিশুটির সন্ধান চেয়ে মাইকিং করা হয়েছে।’

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, গতকাল শনিবার বিকেল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে পুলিশি কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ