পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের চোখে বিনোদন ক্যাটাগরিতে বছরের সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়েছেন তিনি। পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ভালো লাগার অনুভূতি জানিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় পরীমণি লেখেন, ‘এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক, ভক্তকুল এবং অনুসারী যাঁরা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে।’
পরী আরও লেখেন, ‘আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা, আমি তোমাকে ভালোবাসি।’
এর আগে মঞ্চে পুরস্কার গ্রহণের সময় পরীমণি বলেন, চলচ্চিত্রশিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।
এ বছর আনন্দবাজার অনলাইনের পশ্চিমবঙ্গের বছরসেরা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর হাতে সেরার সম্মাননা তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।
প্রতিবছর দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের সেরা’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার অনলাইন।