কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের সময় সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সন্ত্রাসীদের গুলি করার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, কাউন্সিলর সোহেলের অফিস থেকে প্রায় ৫০ গজ পশ্চিমে মুখোশ পরা দুই অস্ত্রধারী আশপাশের বাসাবাড়িতে গুলি করছেন।
২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, কাউন্সিলর কার্যালয় থেকে পশ্চিম দিকে সুজানগর থেকে পাথুরিয়াপাড়া সড়কে মুখোশ পরা দুই যুবক প্রকাশ্যে গুলি চালাচ্ছেন। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় কাউকে চলাচল করতে দেখা যায়নি। তবে এ সময় সন্ত্রাসীদের লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজিত হয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। এর কিছুক্ষণ পরই স্থানীয়রা বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে পূর্ব দিকে কাউন্সিলরের কার্যালয়ের দিকে যান।
এদিকে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার বিকেল ৪টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল পাথুরিয়াপাড়ায় তাঁর কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত অফিসে ঢুকে তাঁকে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন হরিপদ সাহা, আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যান।