জটিল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র অয়ন ভট্টাচার্যের চিকিৎসাসেবার সহযোগিতার লক্ষ্যে ‘কনসার্ট ফর অয়ন’ নামের একটি চ্যারিটি শোর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আগামী ৫ ও ৬ নভেম্বর বেলা ৩টা থেকে টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি শো। এতে দেশের স্বনামধন্য মোট ২২টি সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ড শিল্প প্রদর্শন করবে, গান গাইবে। তাঁদের মধ্যে রয়েছে, শিরোনামহীন, বে অব বেঙ্গল, কৃষ্ণপক্ষ, তবীব মাহমুদ ও গল্লিবয় রানা। চারুকলার ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র অয়ন হৃদরোগে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন।