পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
গতকাল রোববার দুপুরে সচিব মেজবাহ্ বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে করেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
বন্দর পরিদর্শন শেষে বিকেলে সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সঙ্গে বন্দরের বেসরকারি অপারেটর বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড কর্তৃপক্ষ ও স্টোক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমুখ।