কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ হারাচ্ছে আঞ্চলিক দলগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কারণে আরও অসহায় হয়ে পড়েছে কংগ্রেস। এ অবস্থায় শতাব্দী প্রাচীন দলটির সঙ্গে জোট করতে অন্যরাও তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না।
তিন বছর পর রাজনীতির মাঠে ফিরেই বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদবও সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালু কংগ্রেসের দীর্ঘদিনের বন্ধু। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো। তাই রাগ কমাতে লালুকে ফোন করেছেন সোনিয়া।
দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। সোনিয়া শিগগির সমমনা আরও কয়েকটি দলের সঙ্গেও কথা বলবেন। ব্যাপক ভাঙনের মুখে দলকে চাঙা করতে চেষ্টা করছেন তিনি।