নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন পাসসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সম্পাদক বাবুল হোসেন, স্পাইস টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়ন করে সাংবাদিকদের অধিকার রক্ষার আহ্বান জানান। অন্যথায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো আন্দোলনে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া সাংবাদিকদের নির্যাতন বন্ধ, হত্যার বিচারসহ নিয়োগপত্র দেওয়া ও সাংবাদিকদের চাকরিচ্যুত না করারও দাবি জানান।
সাংবাদিক ইউনিয়নের ৮ দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন, নিয়মিত বেতনভাতা ও বকেয়া পরিশোধ, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসরভাতা পেনশন চালু, সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করা ইত্যাদি।