নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা, ট্রাফিক ক্যাম্পেইন এবং প্রচারপত্র ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নিসচার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিশবিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে এ কর্মশালা হয়।
কর্মশালায় ট্রাফিক আইন, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়িতে যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন নিসচার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
সভাপতিত্ব করেন নিসচার জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু। মূল প্রবন্ধ উপস্থাপন এবং কর্মশালা পরিচালনা করেন প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমেদ। কর্মশালা শেষে নগরীর লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে গাড়িচালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু।