হোম > ছাপা সংস্করণ

জেলহত্যা দিবস পালন

নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর: জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সহসভাপতি উৎপল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাসেম জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি প্রমুখ।

গঙ্গাচড়া: গঙ্গাচড়ায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী, আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক আশিকুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, লাইবুল ইসলাম লেবু, সদস্য আনিছুর রহমান আনিস, উপজেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল আমিন লিটন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

মিঠাপুকুর: মিঠাপুকুর উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার প্রমুখ।

এ দিকে, একই মঞ্চে পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ