নরসিংদীর শিবপুরে উপজেলা তাঁতী লীগের কার্যকরী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা তাঁতী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. হানি মিয়া।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার, হজরত আলী মিলিটারি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন তাঁতী লীগের নেতা-কর্মীরা।