হোম > ছাপা সংস্করণ

কমছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৩ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১১৬ জন এবং অন্যত্র সাতজন। তবে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ২২ হাজার ১৩০ জন হাসপাতালে ভর্তি হন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ২৬৬ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন। ডেঙ্গু আক্রান্ত মোট ৭৮০ জন গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৬২৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৫৫ জন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, গত সপ্তাহে কয়েক দিন বৃষ্টিপাত হয়েছে। সাময়িকভাবে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এলেও বৃষ্টিপাত হওয়ার দুই সপ্তাহ পার না হওয়া পর্যন্ত প্রকৃত চিত্র জানা যাবে না।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ২০০২ সালে, ওই বছর ৫৮ জনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া ২০০১ সালে ৪৪ জন মারা যান। ২০১৯ সালে ডেঙ্গু ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করলেও করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে এবার উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ